চামরদানী ইউপি চেয়ারম্যান মান্না বরখাস্ত
ধর্মপাশা প্রতিনিধি:
ধর্মপাশা উপজেলার চামরদানী ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাাদ মান্নাকে অনিয়ম ও দূর্নীতি অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিগত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপণের মাধ্যমে তাকে সাময়িক ভাবে বরখাস্ত করে।
প্রজ্ঞাপণ সূত্রে জানা যায়, ধর্মপাশা উপজেলার চামরদানী ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্নার বিরুদ্ধে হোল্ডিং ট্যাক্স বাবদ ৩ লাখ ৮৮ হাজার ৮৫০ টাকা আদায় করে ৪৮ হাজার টাকা ব্যাংকে জমা করে অবশিষ্ট টাকা আত্মসাত করা, সরকারি ভিজিডি ও শিশু খাদ্য আত্মসাত, বেআইনীভাবে ভিজিডির কার্ডধারীদের কাছ থেকে প্রতি মাসে লেবার খরচ দেখিয়ে অর্থ আদায়, ইউপি সদস্য ওয়াসিল আহম্মেদ জেল হাজতে থাকার পরও তার স্বাক্ষর জাল করে পরিষদের কার্যক্রম পরিচালনা এবং একক সিদ্ধান্তে পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়। ফলে তার বিরুদ্ধে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসিন হাসান চামরদানী ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্নার সাময়িক ভাবে বরখাস্তের সত্যতা নিউজসুনামগঞ্জ.কমকে নিশ্চিত করেছেন।