রাত ৮:৪৫,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চিকিৎসকসহ সুনামগঞ্জে করোনায় আক্রান্ত আরও ৩১ জন

স্টাফ রিপোর্টার :
চিকিৎসকসহ সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩১ জন শনাক্ত হয়েছেন। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. শাসম উদ্দিন। এ নিয়ে সুনামগঞ্জে বর্তমানে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাাঁড়ালো ৮২৬ জনে।
জানাযায়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সুনামগঞ্জের ১৮৮ নমুনা পরীক্ষা করা হলে সেখানে ৩১ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে, সুনামগঞ্জ সদর উপজেলায় ১১ জন, ছাতক উপজেলায় ১৪ জন, জগন্নাথপুর উপজেলায় ৩ জন, দোয়ারাবাজার উপজেলায় একজন, শাল্লা উপজেলায় একজন এবং দিরাই উপজেলায় একজন আক্রান্ত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জে করোনা আক্রান্ত হয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ১৯২ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, আজকের রিপোর্টে সুনামগঞ্জের ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত রোগীদের দ্রুত আইসোলেশনে নিয়ে আসা হবে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। করোনায় সোমবার সুনামগঞ্জের একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আমাদের করোনায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯২ জন।