রাত ২:১৯,   বৃহস্পতিবার,   ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চোখের জলে ইউসুফ আল-আজাদকে বিদায়

স্টাফ রিপোর্টার :
চোখের জলে বিদায় হলেন জামালগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল-আজাদ।
সোমবার বিকেলে ৩ টায় উপজেলার কুকরা বড়শি মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে সিলেট বিভাগের বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। জানাজার নামাজ শেষে সাচনাবাজার মসজিদ পাশ্ববর্তী বাবার কবরের পাশে শায়িত করা হয় ইউসুফ আল-আজাদকে।
ইউসুফ আল-আজাদকে শেষ বিদায় দিতে গিয়ে শত শত মানুষ অশ্রুসিক্ত হয়ে পড়েন। হাওরাঞ্চলের এ বীর মুক্তিযোদ্ধাকে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ শ্রদ্ধা নিবেদন করেন।
নামাজের জানাজায় অংশনেন সাংসদ মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন, শামীমা শাহরিয়ার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, সাবেক পিপি খায়রুল কবির ইমন, যুগ্ম সম্পাদক হায়দার চৌধুরী লিটন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন রোকন, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জুনেদ আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, আওয়ামী লীগ নেতা হাজী আবুল কালাম, রেজাউল করিম নিক্কু, অ্যাড. আব্দুল করিম, মোবারক হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. নান্টু রায়, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক নবী হোসেন প্রমুখ।