ভোর ৫:২৪,   শুক্রবার,   ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৪ই শাবান, ১৪৪৬ হিজরি

ছাতকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

ছাতক প্রতিনিধি :
ছাতকের সিংসাপইড় ইউনিয়নের কামারগাঁও বাজার এলাকার নদী থেকে এক অজ্ঞাতনামা যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ইউনিয়নের কামারগাঁও বাজারের একটা ব্রীজ সংলগ্ন এলাকায় ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন বিষয়টি জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে জানালে পুলিশ এসে ভাসমান লাশটি উদ্ধার করেন।
জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই জহিরুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে ।