ছাতকে করোনায় আরও একজনের মৃত্যু

নিউজ ডেস্ক :
সুনামগঞ্জের ছাতকে করোনাভাইরাসের গণি মিয়া (৮৫) নামে আরও একজন মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জাউয়া বাজার (পুর্বহাটি) গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এ নিয়ে ছাতক উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে এ উপজেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ জন।
ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী জানান, ৬ জুন হাজী গণি মিয়ার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তিনি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান তিনি।
এ উপজেলায় মোট করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৬ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬৫ জন আর মারা গেছেন চারজন।