ছাতকে খেলাফত মজলিসের উদ্যোগে সীরাতুুন নবী (সা:) মাহফিল

ছাতক প্রতিনিধি :
ছাতকে খেলাফত মজলিসের উদ্যোগে সীরাতুন নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার চরমহল্লা ইউনিয়নের আসাকাচর পয়েন্টে ফাইভ স্টার কনভেনশন সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হয়। চরমহল্লা ইউনিয়ন খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রিয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ শফিক উদ্দিন।
শাখার সভাপতি মাওলানা শিব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জাহেদ হোসাইনের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা আবদুল আজিজ হবিগঞ্জী, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সিলেট বিমানবন্দর থানা শাখার সভাপতি হাফেজ কামরুল ইসলাম, ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাত, সহ সভাপতি মাওলানা জসিম উদ্দিন ও মাওলানা ছালেহ অাহমদ, সহ-সাংগঠনিক মাওলানা জুনাইদ আহমদ, মাওলানা নজরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা আমজদ হোসাইন, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক হাফেজ তহুর আহমদ নোমান, খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার নির্বাহি সদস্য জহিরুল ইসলাম, জুবায়ের আহমদ, মাওলানা আবদুল ওয়াদুদ, উত্তর খুরমা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন আল মামুন প্রমুখ।