রাত ২:১৬,   মঙ্গলবার,   ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে চার জুয়াড়ি আটক

ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জ ছাতক উপজেলার চেচান থেকে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ৮নং দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান বাজারে দক্ষিণ পাশে দক্ষিণ খুরমা ইউনিয়নের ভবনে বসে জুয়া খেলার সময় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ৮নং দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. শাহজাহান কবির (২৭), মৃত. আরফাত মিয়ার ছেলে কবির মিয়া (৪০), চেচান গ্রামের আলা উদ্দিন ছেলে লায়েক আহমদ (৩৫), বাউর গ্রামের আলা উদ্দিন ছেলে মো. শিপন আহমদ(২৭)।
এ ব্যাপারে জাউয়াবাজার পুলিশ তদন্তে কেন্দ্রের ইনচার্জ নির্মল দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খুরমা ইউনিয়নের একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার আটকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।