রাত ১১:১৩,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতকে ছয়টি পিসি গার্ডার সেতু নির্মাণ কাজ উদ্বোধন

ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার সড়কের ছাতক অংশে ১১১ কোটি ব্যয়ে ডাবল লেনের ৬টি পিসি গার্ডার সেতু নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে এ কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
এসময় উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহৃান, ছাতক উপজোলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দূুল ওয়াহিদ মজনু, সৈয়দ আহমদ, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ প্রমুখ।