সন্ধ্যা ৭:১২,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতকে দু-পক্ষের সংঘর্ষে নিহত ১

ছাতক প্রতিনিধি :
ছাতকে দু’পক্ষের সংঘর্ষে সিরাজ মিয়া (৩২)নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। নিহত সিরাজ মিয়া উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামের চমক আলীর পুত্র।
মঙ্গলবার (১৯মে) বিকেলে মোহনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানাযায়, মঙ্গলবার বিকেলে গ্রামের শহিদ মিয়া ও ফিরুজ আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় স্থানীয় লোকজন তা সমাধান করে দিলে বাড়িতে যাওয়ার পথে ফিরুজ মিয়া তার লোকজন সিরাজ মিয়াকে তার বাড়ির সামনে পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে সিরাজ মিয়াকে আঘাত করে। এতে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ওসি মোস্তফা কামাল ও উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ছাতক থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।