ছাতকে দোকানে অগ্নিকাণ্ড, নিহত ১
ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতকে অগ্নিকাণ্ডে ১টি দোকান ভস্মীভূত হয়েছে। এ সময় ওই দোকানের ভেতরে থাকা কর্মচারী সিদ্দিকুর রহমান (১৬) আগুনে পুড়ে মারা গেছে। সে উপজেলার সাদারাই গ্রামের সুনু মিয়ার পুত্র।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের গনিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বোকা নদীর তীরে অবস্থিত মামা সেবুল মিয়ার মুদি দোকান পরিচালনা করত সিদ্দিকুর রহমান। প্রতিদিনের মতো গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ব্যবসা বন্ধ করে দোকানেই ঘুমিয়ে পড়ে সে। ভোরে অগ্নিকাণ্ড দেখে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করার আগেই গোটা দোকান ভস্মীভূত হয়। পরে পুড়ে যাওয়া দোকানের ভেতর থেকে সিদ্দিকুর রহমানের ম্রদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে সকালে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, ছাতকের ওসি মোস্তফা কামাল, জাউয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নির্মল দেব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।