সকাল ৯:২২,   মঙ্গলবার,   ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ছাতকে বাসার ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ছাদ থেকে পড়ে রিয়া বেগম (১৮) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। শনিবার বিকেলে নিজ বাসার ছাদ থেকে পড়ে সে মৃত্যুবরণ করে। সে ছাতক পৌর শহরের চরেরবন্দ এলাকার ব্যবসায়ী হাজী নিজাম উদ্দিনের কন্যা। সে ছাতক সরকারি ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্রী।
জানাযায়, শনিবার বিকেলে নিজ বাসার ছাদে পায়চারি করার এক পর্যায়ে পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হয় রিয়া বেগম। তাকে আশংকাজনকভাবে ছাতক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।