দুপুর ১২:২৫,   বৃহস্পতিবার,   ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি

ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ছাতক প্রতিনিধি :
ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনুছ আহমদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে জাউয়া বাজার ইউনিয়নের সাউদেরগাঁও গ্রামের রইদ আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে নৌকা দিয়ে পাশের বাড়ি যাওয়ার পথে বিদ্যুতের তারের সাথে তার শরীর স্পর্শ হলে সে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা মৃত্যুবরণ করেন। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্হলে জাউয়াবাজার ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ হোসেন ও জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রহমান, এসআই জহিরুল ইসলাম, এসআই এহতেশাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে ইউনুছের পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়া তার লাশটি দাফন করা হয়।
এ ব্যাপারে জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, তার পরিবারের অনুরোধে লাশটি ময়না তদন্ত ছাড়া দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।