রাত ১১:১৯,   সোমবার,   ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের ২৩ হাজার টাকা জরিমানা

ছাতক প্রতিনিধি :
ছাতকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে উপজেলার ছাতক বাজার, পেপারমিল বাজার, হাসনাবাদ বাজার, গোবিন্দগঞ্জ বাজার, ধারণ বাজার ও জাউয়া বাজারসহ স্থানীয় বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযানে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (০৬এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল। অভিযানের সময় সাথে ছিলেন, সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ওসি মোস্তফা কামাল।
এ সময় অযথা ঘুরাঘুরি ও সরকার নির্ধারিত সময়ের অধিক সময় দোকান খোলা রাখা, মটর সাইকেল আরোহী ও দোকানিদের মোবাইল কোর্টের অাওতায় এসব অর্থদণ্ড প্রদান করা হয়।