ছাতকে মাস্ক ব্যবহার না করায় ৭ জনকে জরিমানা
ছাতক প্রতিনিধি
ছাতকে মাস্ক ব্যবহার না করায় ৭ পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় শহরের ট্রাফিক পয়েন্টে ভ্রাম্যমান আদালত মাস্ক ব্যবহার না করায় ৭ পথচারীরকে ১ হাজার ৫০ টাকা জরিমানা করেন।
মাস্ক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবির এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। প্রায় ঘন্টা ব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়সহ শ্রমিক শ্রেনীর অসচেতন মানুষদের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা।