ছাতকে রেলওয়ের নিরাপত্তা কর্মী খুন করে মালামাল লুট
ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতকে রেলওয়ের গোদামে ফখরুল আলম (৫০) নামের এক নিরাপত্তা কর্মীকে খুন করে মালামাল লুট করেছে একটি চক্র। মঙ্গলবার (৩০জুন) দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। সে ভোলা জেলার তজমুদ্দিন থানার শিবপুর গ্রামের মৃত মো. আব্দুল খালেকের ছেলে।
স্থানীয় সুত্র জানায়, প্রতিদিনের মতো সোমবার রাতে ছাতক রেলওয়ের গোদামে নিরাপত্তার দ্বায়িত্বে ছিলেন ফখরুল আলম। রাতে কে বা কারা তাকে হত্যা করে গোদামের মালামাল লুট করে লাশ ফেলে যায়। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
ছাতক থানা পুলিশের ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, এটা হত্যা বলে ধারণা করা হচ্ছে। গুরুত্ব সহকারে আলামত সংগ্রহ করা হচ্ছে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জে পাঠানোর প্রস্তুতি চলছে।