ছাতকে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু
ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতকে খাদ্য অধিদপ্তরের উদ্যোগে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮এপ্রিল) উপজেলা খাদ্য গোদামে ধান সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির।
শহরের দক্ষিণ বাগবাড়ি-লেবারপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রহমানের পুত্র কৃষক হুছন আলীর ১ মেট্রিক টন ধান ক্রয়ের মাধ্যমে উপজেলায় সরকারীভাবে বোরো ধান ক্রয় কার্যক্রম শুরু করা হয়।
ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা দেওয়া কৃষকের তালিকা অনুযায়ী চলতি মৌসুমে এখানে ১ হাজার ৮০২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিকেজি বোরো ধান ২৬ টাকা দরে ক্রয় করা হবে এবং প্রতি কৃষক সর্বোচ্চ ১ মেট্রিক টন ধান খাদ্য গোদামে বিক্রি করতে পারবেন বলেও জানানো হয়।
ধান ক্রয় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিন, খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান চৌধুরী, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়সহ ধান বিক্রয়ে আগ্রহী কৃষকরা উপস্থিত ছিলেন।