রাত ১০:৫৫,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতকে সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেফতার

ছাতক প্রতিনিধি :
ছদ্মবেশে ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ । সোমবার দুপুরে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালের নির্দেশনায় এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে এএসআই আবু তালেবসহ পুলিশ সদস্যরা উপজেলার শারফিন নগর মাওরাটিলা হাওর থেকে ছদ্মবেশে ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি ডাকাত সর্দার আসিক আলী আসিদ (৩৫)কে গ্রেফতার করে। সে ইসলামপুর ইউনিয়নের রাজারগাঁও গ্রামের আজমান আলীর পুএ।
জানাযায়, ডাকাত সর্দার আসিক আলীর বিরুদ্ধে ৮ বছরের সাজা পরোয়ানা ছাড়াও ছাতক থানাসহ মৌলভীবাজার কুলাউড়া থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে।
ডাকাত সর্দার আসিক আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।