বিকাল ৫:১১,   মঙ্গলবার,   ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতকে সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, ওসির আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার

ছাতক প্রতিনিধি :
ছাতকের কালারুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিরগাও-হরিষপুর গ্রামের বাসিন্দা নজরুল হকের উপর হামলা ও তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান, শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালনের ডাক দেয় মুক্তিরগাওসহ অষ্টগ্রামবাসী।
রবিবার সকালে কর্মসূচি পালনের উদ্দেশ্যে মুক্তিরগাও পয়েন্টে ৮ গ্রামের লোকজন জড়ো হন। এসময় খবর পেয়ে ছাতক থানার অফিসার্স ইনচার্জ আহমেদ সঞ্জুর মোর্শেদ শাহিন ও সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছেন। ওসির হস্তক্ষেপে তারা কর্মসূচি স্থগিত করেছেন।
ওসি আহমেদ সঞ্জুর মোর্শেদ শাহিন এসময় এলাকাবাসীকে সান্ত্বনা দিয়ে বলেছেন, দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। তাৎক্ষনিক মুক্তিরগাও পয়েন্টে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, আরশ আলী মেম্বার, উস্তার আলী মেম্বার, আব্দুল মতিন মেম্বার, জহর লাল দাস, আলা উদ্দিন, ফজলু মিয়া মেম্বার, নজু মিয়া, শামছুল হক, ইজাজুল হক রনি প্রমুখ।
এসময় অধ্যাপক ফখর উদ্দিন মোঃ স্বপন, তেরাব আলী, ওয়ারিছ আলী, শফিক মিয়া, শরীফ হোসেন সুরুজ, হাফিজ জমির আলী, নূরুল হক, ছয়ফুল আলম, কমর আলী, কবির হোসেন, ফজলু মিয়া, ইলিয়াস আলী, সাজ্জাদ হোসেন, বাবুল মিয়া, হানিফ আলী, আনোয়ার হোসেন, মাহমুদ আলী, ওয়াহিদ মিয়া, ইলিয়াস, ময়না মিয়া, মদরিছ আলী, আয়ূব আলী, মজমিল আলী, সাইদুল হক সহ মুক্তিরগাও, শিমুলতলা, হরিষপুর অষ্টগ্রাম এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
মুক্তিরগাও অষ্টগ্রামের পক্ষে আশরাফুল আলম ও আলা উদ্দিন জানিয়েছেন, ছাতক থানার অফিসার্স ইনচার্জ আহমেদ সঞ্জুর মোর্শেদ শাহিনের আশ্বাসের প্রেক্ষিতে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।