রাত ৯:৫৯,   রবিবার,   ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে সড়ক দুর্ঘটনায় আহত ৬

ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতকে সড়ক দূর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
রোববার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি যাত্রীবাহী সিএনজি-ফোরষ্ট্রোক (নং-সিলেট থ ১১-৭৭৮৯) কৈতক নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে। দূর্ঘটনায় গুরুতর আহত যাত্রী জাবেদ আহমদ (২৮), খোকন মিয়া(২৪), লেচু মিয়া (৩৩) ও সালেহ আহমদ (৩০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত মামুনসহ অন্যান্যদের কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। হাইওয়ে পুলিশ দূর্ঘটনাকবলিত সিএনজি ও মোটারসাইকেল জব্দ করেছে।