রাত ১০:১৫,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরের সাবেক মেয়র আক্তার হোসেন প্রার্থী হচ্ছেন


রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর :
জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হবেন সাবেক পৌর মেয়র উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন। আসন্ন পৌর নির্বাচনে অংশ নিবেন বলে জানিয়েছেন। সাবেক সফল পৌর মেয়র আক্তার হোসেন একজন রাজনীতিবীদ, ব্যবসায়ী ও সাহসী সালিসি ব্যক্তি হিসেবে পরিচিত। ২০১০ সালে তিনি আওয়ামী লীগ নেতা আব্দুল মনাফ কে পরাজিত করে জগন্নাথপুর পৌর সভার মেয়র নির্বাচিত হয়ে সফলতার সহিত ৫ বছর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৫ সালের নির্বাচনে তিনি অংশ নেননি। চলতি বছর মেয়র আবদুল মনাফের মৃত্যুতে শুন্য আসনে উপ নির্বাচনেও অংশ নেননি।
এবার তিনি নির্বাচনে অংশ গ্রহণ করছেন। দলীয় মনোনয়ন না পেলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে তাঁর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।
আক্তার হোসেন পৌরবাসীর সমর্থন ও দোয়া চেয়েছেন। উল্লেখ্য আগামী ১৬ জানুয়ারি জগন্নাথপুর পৌর সভা নির্বাচন অনুষ্ঠিত হবে।