রাত ৮:১৩,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে আরও দুজন করোনা শনাক্ত

জগন্নাথপুর প্রতিনিধি:

জগন্নাথপুর উপজেলায় নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জগন্নাথপুরে করোনায় মোট আক্রান্ত ১৮১ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ১৭৮জন।

মঙ্গলবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর নতুন ওই দুই ব্যক্তির রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে একজন হলেন উপজেলার পাটলী ইউনিয়নের বাসিন্দা এবং অপরজন রানীগঞ্জ ইউনিয়নের।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।