জগন্নাথপুরে আ.লীগ প্রার্থীর মিছিল
জগন্নাথপুর প্রতিনিধি :
জগন্নাথপুর পৌরসভার আসন্ন উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সাবেক পৌর মেয়র মিজানুর রশিদ ভূঁইয়ার নির্বাচনী প্রতিক নৌকার সমর্থকে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টম্বর) বিকেলে স্থানীয় পৌর পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌর কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিলে মেয়র প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়াসহ আওয়ামী লীগের দলীয় মেতাকর্মীসহ তাঁর সমর্থকরা অংশ নেন।এদিকে সকাল ৯টার দিকে মেয়র প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া স্থানীয় এলাকাবাসির সঙ্গে তাঁর বাসভবনে মতবিনিময় সভায় মিলিত হন।
এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করে বলেন, একটি আধুনিক পৌরসভা গঠনের লক্ষ্যে এবং আপনাদের সুখ দু:খে পাশে থেকে কাজ করতে প্রার্থী হয়েছি। উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে নৌকা কে বিজয়ী করার জন্য তিনি আহবান জানান