জগন্নাথপুরে ইয়াংস্টারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর পৌরসভার প্রয়াত মেয়র আব্দুল মনাফের আত্বার শান্তি কামনায় যুক্তরাজ্য ইয়াংস্টারের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সুয়েবের সহযোগিতায় এবং ইয়াংস্টারের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ এমদাদ হকের সার্বিক তত্বাবধানে প্রায় ২ শতাধিক শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শুকবার বিকালে পৌর এলাকার হাসপাতাল পয়েন্টস্থ আলী কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে জগন্নাথপুর ইয়াংস্টারের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম মাহির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুদন ধর, সাপ্তাহিক সুরমা এক্সপ্রেসের সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট ইয়াংস্টারের সভাপতি সৌরভ সুহেল, সিনিয়র সহ-সভাপতি অপরেশ দাশ অপু। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী শিমন চৌধুরী।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জগন্নাথপুর ইয়াংস্টারের সদস্য তৈয়বুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক রনি রাজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর ইয়াংস্টারের উপদেষ্টা আকমল হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি কে এম জামাল, প্রচার সম্পাদক রুহুল আমিন, সদস্য জিয়াউল হক জিয়া।
পরে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদানসহ ২ শতাধিক শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথি বৃন্দ।
এসময় উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ জগন্নাথপুর ইয়াংস্টারের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।