সকাল ৭:২৩,   শুক্রবার,   ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে উপ নিবার্চনকে সামনে রেখে আ.লীগের প্রস্তুতিসভা

জগন্নাথপুর প্রতিনিধি :
জগন্নাথপুর পৌরসভার উপনিবার্চনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়ার নির্বাচনী প্রতিক নৌকার সমর্থনে বুধবার ( ২৩ সেপ্টেম্বর) দুপুরে প্রস্তুুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, কাউন্সিলর আবাব মিয়া, সুহেল আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি সাইফুল ইসলাম রিপন, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ, সাধারণ সম্পাদক কবির আহমদ, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, হাসান আদিল প্রমুখ।
সভায় সরকারের ধারাবারিক উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য বক্তারা আহবান জানান।