সন্ধ্যা ৬:৩৬,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে ওয়ারেন্ট ভুক্ত ৪ আসামী গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি:

জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে চুরি ও মারামারি মামলাসহ ওয়ারেন্টের চার আসামীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) গ্রেফতারের পর তাদেরকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাটকুড়া গ্রামের ইস্কান্দর আলীর ছেলে সিজিল মিয়া, উপজেলার ইসলামপুর গ্রামের মৃত লুলু মিয়ার ছেলে চান্দু মিয়া, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের মৃত ছুফি মিয়ার ছেলে নাছির মিয়া ও পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামের মৃত সাদত উল্লাহর ছেলে মামুর মিয়া।

পুলিশ জানায়, গত শনিবার রাতে থানা পুলিশের পৃথক অভিযানে চুরির মামলার আসামী সিজিল মিয়া ও মারামারি মামলার আসামী চান্দু মিয়াকে আটক করা হয়েছে। এছাড়া আদালত কর্তৃক ওয়ারেন্টের অপর দুই আসামীকে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।