জগন্নাথপুরে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৩ জন
জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে মোট ৬ জন করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছিলেন। তাঁরা বিভিন্ন আইসোলেশন সেন্টার ও কোয়ারেন্টাইনে ভর্তি ছিলেন। নির্ধারিত সময় শেষে ৬ জনের মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
করোনা থেকে সুস্থ হওয়া ভাগ্যবানরা হলেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী আবু সাইদ, উত্তর নাদামপুর গ্রামের লিমন মিয়া, নোয়াগাঁও গ্রামের রাহুল দাস। বৃহস্পতিবার করোনা থেকে সুস্থ হওয়াদের মধ্যে জগন্নাথপুর হাসপাতালের স্বাস্থ্যকর্মী আবু সাইদকে ফুল ও করতালি দিয়ে অভিনন্দন জানিয়ে বিদায় জানান স্বাস্থ্য কর্মকর্তারা।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে সামাজিক দুরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর।
এতে বক্তারা বলেন, ৬ জনের মধ্যে ৩ জন সুস্থ হওয়ায় আমাদের মনোবল বেড়েছে। তবে করোনা মুক্ত নয়। অবশ্যই সামাজিক দুরত্বসহ সরকারি বিধি নিষেধ মেনে চলতে হবে।