জগন্নাথপুরে করোনা মোকাবেলায় হাট-বাজারে স্প্রে
জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে করোনা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন হাট-বাজার ও রাস্তায় স্প্রে প্রদান করা হচ্ছে। সেই সাথে বাসা-বাড়িতে প্রদান করা হচ্ছে ব্লিচিং পাউডার ও সাবান।
মঙ্গলবার উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সৈয়দপুর বাজার, রাস্তা-ঘাট, মসজিদে স্প্রে প্রদান করা হয়।
এ সময় জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আবদুর রব সরকার, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া, ইউপি সদস্য এমদাদ আহমদ, ফজলুর রহমান, সামসুদ্দিন কামালী ও স্বাস্থ্যকর্মী ফজলুল হক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।