জগন্নাথপুরে করোনা যুদ্ধে জয়ী হলেন ৩৯ জন
জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে দিন দিন করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। গতকাল শুক্রবার পর্যন্ত জগন্নাথপুরে মোট করোনায় আক্রান্ত হন ৮০ জন যার এরমধ্যে শুক্রবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯জন।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৩ এপ্রিল জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের উত্তর নাদামপুর গ্রামে প্রথম এক যুবক করোনা রোগী শনাক্ত হন। এরপর থেকে পর্যাক্রমে আরো ছয়জন আক্রান্ত হন। গেল রোজায় আক্রান্তের সংখ্যা কম থাকলেও রমজানের পরপর আক্রান্তের সংখ্যা প্রায় প্রতিদিন বাড়তে থাকে। ঈদের পর থেকে এখন পর্যন্ত ৭৪ জন আক্রান্ত হন। এরমধ্যে জগন্নাথপুর পৌরসভায় আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েই চলেছে সংক্রমণ। জগন্নাথপুর পৌরসভায় ৫৪ জন করোনা শনাক্ত হয়েছেন তারমধ্যে ১৮ জন সুস্থ হয়েছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বলেন, জগন্নাথপুরে এখন পর্যন্ত ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৯ জন অন্য আক্রান্তরা আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।