রাত ১০:৪৭,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


জগন্নাথপুর প্রতিনিধি :
জগন্নাথপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৫ নভেম্বর) তাদের কে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন জগন্নাথপুর পৌরএলাকার হবিবপুরের দক্ষিণপাড়া এলাকার আরব আলীর ছেলে হাসেন আলী ওরফে হাসান (২৮) এবং উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত নকুল ইসলামের ছেলে আজমল হোসেন (২৭)।
থানা পুলিশ জানায়, গতকাল বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জগন্নাথপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে হবিবপুর শাহপুর থেকে ১০০ গ্রাম গাঁজাসহ তাদের কে আটক করে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এ এস আই মনির হোসাইন জানান, গ্রেফতারকৃত দুইজন মাদক ব্যবসায়ী। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে