জগন্নাথপুরে চার জুয়াড়ি আটক
জগন্নাথপুর প্রতিনিধি :
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে চার জুয়াড়িকে আটক করা হয়েছে মঙ্গলবার ( ২৫ আগষ্ট) তাদের কে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের হোসেন আলীর ছেলে জসিম উদ্দিন (৪৫), একই গ্রামের মৃ কালাই মিয়ার ছেলে ইমরান মিয়া (৩৫), আর্শ্বাদ উল্লার ছেলে আব্দুল আউয়াল (৪০) ও আব্দুল আহাদের ছেলে সুজেল মিয়া ( ২৭)।
থানা পলিশ জানায়, গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানার একদল পুলিশ ঘোষগাঁও গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদের কে আটক করে। এসময় পুলিশ দুই বান্ডিল তাস ৪৫০ টাকা জব্দ করেছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আটককৃত জুয়াড়িদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।