সন্ধ্যা ৭:৪৮,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে চার ফার্মেসি ব্যবসায়ী কে অর্থদণ্ড

জগন্নাথপুর প্রতিনিধি :
জগন্নাথপুরে চার ফার্মেসির ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত ড্রাগ লাইসেন্স না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ওই চার প্রতিষ্ঠান কে জরিমানা করেন।
জানা যায়, জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত জগন্নাথপুর পৌর এলাকার হাসপাতাল পয়েন্ট এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় এবং ড্রাগ লাইসেন্স না থাকায় চার ফার্মেসির দোকানি কে ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর লতিফুল বারী, মেডিকেল অফিসার নাজমুস সাদাত ও জগন্নাথপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইয়াসির আরাফাত বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ও ৫৩ ধারা অনুযায়ী তাদের অর্থদন্ড প্রদান করা হয়।