জগন্নাথপুরে টিসিবি’র ৭৩ বস্তা চিনি, ১৯৬ বোতল সয়াবিন তেলসহ আটক ১
বিশেষ প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি’র) ৭৩ বস্তা চিনি ও ১৯৬ বোতল সয়াবিন তেলসহ এক জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীপুর এলাকার একটি গোদাম থেকে পণ্য গুলো আটক করা হয়।
আটককৃত মো. আনান হোসেনের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়।
জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বলেন, আমাদের কাছে খবর আসে হবিগঞ্জের নবীগঞ্জের ব্যবসায়ী নোমান হোসেন টিসিবি’র বিপুল পরিমান পণ্য পাশবর্তী উপজেলা জগন্নাথপুরের আলীপুরের একটি গোদামে মজুদ করেছেন। সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালালে ব্যবসায়ী নোমান হোসেন পালিয়ে যান। তবে তার ভাই আনান হোসেন কে সেখান থেকে আটক করা হয়। গোদামে তল্লাশি চালিয়ে টিসিবি’র ৭৩ বস্তা চিনি, ৫ লিটারের ১৯৬ বোতল সয়াবিন তেল আটক করা হয়।
তিনি জানান, পলাতক ব্যবসায়ী এবং আটককৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে জগন্নাথপুর থানায়।