রাত ৯:৪৩,   বুধবার,   ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে পত্রিকা বিক্রেতা নিকেশের সাহায্য কামনা

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে পত্রিকা বিক্রেতা নিকেশ বৈদ্য সকলের কাছে সাহায্য চেয়েছেন। জগন্নাথপুর উপজেলার একমাত্র পত্রিকা বিক্রেতা নিকেশ বৈদ্যের দুর্দিন চলছে। জগন্নাথপুর পৌর এলাকার শেরপুর গ্রামের বাসিন্দা নিকেশ বৈদ্য তার অসুস্থ মা, স্ত্রী ২ সন্তান সহ ৫ জনের পরিবার তিনি পত্রিকা বিক্রি করে কোন রকমে জীবিকা নির্বাহ করে আসছিল। তবে করোনা ভাইরাসের কারণে পত্রিকা বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক অভাবে অসুস্থ মায়ের ওষুধ ও পরিবারের ভরনপোষণ করতে পারছে না। যে কারণে নিকেশ বৈদ্য সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।
সাহায্য দিতে নিকেশের ব্যক্তিগত মোবাইল নং-০১৭১৪-৯১১৯৭২ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।