সন্ধ্যা ৭:২১,   সোমবার,   ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে প্রবাসী সাবেক ছাত্রদের পক্ষ থেকে শিক্ষকের পরিবারে অনুদান


জগন্নাথপুর প্রতিনিধি :
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ছাত্রবৃন্দ বর্তমানে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের পক্ষ থেকে অত্র বিদ্যালয় থেকে প্রয়াত শিক্ষক মরহুম আবু নছর চৌধুরী’র পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে
মঙ্গলবার রাত ৯টায় প্রবাসী সাবেক ছাত্রদের পক্ষ থেকে দুই লক্ষ দশ হাজার টাকার চেক ওই শিক্ষকের ২ ছেলে মো একরাম ও মো এমরানের হাতে হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, লন্ডন প্রবাসী রসডেলের কাউন্সিলর সাবেক ছাত্র সৈয়দ আলি আহমদ, স্কুলের সাবেক সভাপতি ও ছাত্র সৈয়দ মোসাব্বির, সৈয়দ জাহাঙ্গির, আসাদ আহমদ মো দিলু মিয়া, মো জাকির হোসেনসহ সাবেক ছাত্র বৃন্দ।