জগন্নাথপুরে বজ্রপাতে জেলের মৃত্যু
জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে বজ্রপাতে শাহিনুর রহমান লিটন ( ৩৫ ) নামের এক জেলের মৃত্যু হয়েছে ।
রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার ইছগাঁও হাওরে এঘটনা ঘটে।
নিহত লিটন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের হাওরে মাছ ধরতে যান লিটন। মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে সে ঘটনাস্থলে মারা যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন