রাত ৮:২৬,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে মাস্ক ব্যবহার না করায় অর্থদণ্ড

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাস্ক ব্যবহার না করায় ৬জন কে জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত এই জরিমানা করেন।
জানা যায়, করেনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে বুধবার পৌরশহরের জগন্নাথপুর বাজারসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় মুখে মাস্ক ব্যবহার না করায় ৬ জন ব্যক্তি কে অর্ধদণ্ড প্রদান করা হয়।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।