জগন্নাথপুরে মাস্ক ব্যবহার না করায় জেল-জরিমানা
রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর
জগন্নাথপুরে মাস্ক ব্যবহার না করায় এক ব্যক্তিকে তিনদিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া আরও পাঁচজনকে অর্থদন্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত এই দন্ড প্রদান করেন। জানা যায়, করেনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে আজ পৌর শহরের হাসপাতাল ও কেশবপুর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
মুখে মাস্ক ব্যবহার না করায় ৬ জনকে ২ হাজার ৫’শ টাকা অর্থদন্ড দেয়া হয়। এ সময় রুবেল মিয়া (২১) নামের এক বেসরকারী কোম্পানির প্রতিনিধি দন্ডিত অর্থ ৫শ’ টাকা তাঁর নিকট থাকার পরও জরিমানার টাকা দিতে অস্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে তিন দিনের কারাদন্ড প্রদান করেন। এছাড়া মাস্ক পরিধানে সচেতনতামূলক প্রচারনা করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বিষয়টির সত্যতা নিশ্চিত করে নিউজসুনামগঞ্জ.কমকে বলেন,দন্ডিত ব্যক্তিকে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।