দুপুর ১:০৮,   সোমবার,   ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে মেয়র পদে উপ-নির্বাচন: বিএনপির মনোনয়ন পেলেন রাজু আহমেদ

স্টাফ রিপোর্টার :
জগন্নাথপুর পৌরসভার পদে আসন্ন উপ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ।
সোমবার বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির নির্বাচনী মনোনয়ন বোর্ড জগন্নাথপুর পৌরসভায় রাজু আহমেদকে চুড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেন।
মনোনয়ন প্রদানকালে উপস্থিত ছিলেন, বগুড়া-৪ এর সংসদ সদস্য মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন খান রসু, জেলা বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সোহেল আহমদ খাঁন টুনু, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল আমিন প্রমুখ।