সন্ধ্যা ৭:৫২,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে যুবকের আত্মহত্যা

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে আকবর আলী নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের তল্লুছ মিয়ার ছেলে আকবর আলী গতকাল সোমবার সন্ধ্যার দিকে লোকজনের অগোচরে বাড়ীর গোয়ালঘরের তীরের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এসময় পরিবারের লোকজন যুবকটি মানসিক ভারসাম্যহীন ছিলো বলে জানান।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শন (এসআই) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আমরা ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরিবারের লোকজন ও স্থানীয়রা জানিয়েছেন যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন।