রাত ৯:২৪,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭

জগন্নাথপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পাগলা শিয়ালের কামড়ে শিশুসহ সাতজন আহত হয়েছে। শনিবার ( ২২ আগস্ট) এ ঘটনাটি ঘটেছে পৌর এলাকার পশ্চিম ভবানীপুরে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ১০টার দিকে হঠাৎ করে একটি শিয়াল এলাকায় ঢুকে নিশি দাস (৭০)কে কামড়াতে থাকে। এ সময় তাঁর চিৎকারে লোকজন এগিয়ে এসে শিয়ালকে ধাওয়া করেন। এসময় শিয়ালের কামড়ে শিশু প্রকাশ দাস (৫), বৃদ্ধ নিশি দাস (৭০), মোহাম্মদ নাঈম (১৬), জুবেদা বেগম (১৫).বরিউল আলম (১২), সুমি দাস (৬) ও সুপ্রতি রানী (৩০) আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দ্বিপক গোপ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, শেয়ালের কামড়ে আহতদের চিকিৎসা প্রদান করা হয়েছে।