সকাল ৭:৩০,   বৃহস্পতিবার,   ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে ‘সবুজ সাথী’ প্রজেক্টের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জে স্টুডেন্ট’স কেয়ার জগন্নাথপুর সংগঠনের পূর্ব ঘোষিত ‘সবুজ সাথী’ প্রজেক্টের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপনের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মাছুম মিয়া, সিনিয়র সহ সভাপতি জামাল উদ্দিন, সহ সভাপতি আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক আমিনুর রহমান হিমেল, যুগ্ন সাঃ সম্পাদক আলী হোসেন, কামরুল ইসলাম, প্রচার সম্পাদক নাসিফ প্রমুখ।
উল্লেখ্য, বৃক্ষরোপন কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয়গুলোতে একটি জাম গাছ, একটি কাঠাল গাছ ও একটি মেহগনি গাছ লাগানো হয়। এছাড়া মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন, সৈয়দপুর শাহার পাড়া ইউনিয়ন, আশারকান্দি ইউনিয়নের ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়, মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়, শাহ কামাল উচ্চ বিদ্যালয়, স্বরপল্লী উচ্চ বিদ্যালয়, হলিয়ারা পাড়া মাদ্রাসা, সৈয়দপুর আলিয়া মাদ্রাসা এবং দাওরাই মাদ্রাসা বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
আগামী ১-২-৩ জুলাই পর্যায়ক্রমে উপজেলার অবশিষ্ট ইউনিয়নভুক্ত মাধ্যমিক স্কুলগুলোতে এই কর্মসূচি বাস্তবায়িত হবে।