রাত ১১:৪২,   সোমবার,   ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,   ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে সরকারি টিসিবি পণ্য উদ্ধারের ঘটনায় মামলা দায়ের

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজার থেকে বিপুল পরিমাণ সরকারি টিসিবি পণ্য উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।
গত ১৬ এপ্রিল রাতে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী এবং নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল ও নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমানের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হলে হাজী হেলিম উল্লার ছেলে নোমান আহমদের কর্মচারীকে টিসিবি পণ্যের মোড়ক পরিবর্তন করার সময় হাতেনাতে ধরা পড়েন। এ সময় ৫ লিটার ১৯৬ বোতল সয়াবিন ও ৭৩ বস্তা চিনি জব্দ করা হয়।
এ ঘটনায় জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশ বাদী হয়ে নোমান আহমদ ও ডিলার আবদুল হাদি সহ ২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
এ মামলার তদন্তকারি কর্মকর্তা থানার এসআই রাজিব রহমান বলেন, উক্ত মামলার আসামিরা পলাতক রয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।