সকাল ৯:৫৩,   মঙ্গলবার,   ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে সরকারি নির্দেশনা অমান্য করায় ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাসের কারণে সরকারের দেওয়া নির্দেশনা অমান্য করে জনসমাগম করায় সুনামগঞ্জের জগন্নাথপুরে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জগন্নাথপুর পৌরসভা এলাকার মিষ্টিমুখ কনফেকশনারী এন্ড ফাস্টফুডকে দেড় হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন আরাফাত।
তার আগে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে জগন্নাথপুর বাজার, কলকলিয়া বাজার ও পৌরসভা এলাকায় প্রচারণা চালানো হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন আরাফাত বলেন, সরকারের দেওয়া নির্দেশনা অমান্য করায় আমরা এক ব্যবসায়ীকে জরিমানা করেছি এবং উপজেলার বিভিন্ন বাজারগুলোতে সচেতনামূলক প্রচারণা চালিয়েছি।