জগন্নাথপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী কারাগারে
জগন্নাথপুর প্রতিনিধি :
জগন্নাথপুরে স্ত্রী হত্যার দায়ের গ্রেফতারকৃত স্বামী রাজু মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত নারীর ছেলে জুয়েল মিয়া বাদি হয়ে রাজু মিয়াকে আসামি করে গতকাল সোমবার রাতে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।পুলিশ আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।
প্রসঙ্গত, জেলার বিশ্বন্বরপুর উপজেলার কাটাখালি গ্রামের রিকশাচালক রাজু মিয়া জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই এলাকায় একটি কলোনিতে স্ত্রী-সন্তান নিয়ে বাসাভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে পরিবারিক কলহ সৃষ্টি হয়। এক পর্যায়ে দা দিয়ে স্ত্রীর মাথায় কোপ দেন স্বামী। এতে রক্তাক্ত স্ত্রী আফিয়া বেগম (৩৮) জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিবেশীরা দ্রুত তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় পুলিশ ঘাতক স্বামীকে ওই রাতে আটক করে কারাগারে প্রেরণ করেছে।