জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নিউজ সুনামগঞ্জ ডেস্ক :
সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় দিলাল মিয়া (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এছাড়াও আরও চারজন আহত হয়েছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জগন্নাথপুরের কেশবপুর-পাটলী সড়কের কেশবপুর উচ্চ বিদ্যালয় এলাকায় একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি যাত্রীবাহী ইজিবাইককে (টমটম) চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাটলী এলাকা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির অবৈধ যান একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী দিলাল মিয়ার মৃত্যু হয়। তিনি পাটলী ইউনিয়নের নন্দীরগাঁও গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে। এ ঘটনায় অপর চার যাত্রীকে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা তাদেরকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। ঘাতক ট্রলি গাড়িটিকে আটক করেছে স্থানীয়রা।
একজনের প্রাণহানির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।