রাত ১১:১৪,   শুক্রবার,   ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,   ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে হত্যার মামলার আসামি গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে হত্যা মামলার ওয়ারেন্টের আসামী রাজু মিয়া (২৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার (১৮ অক্টোবর) তাকে গ্রেফতারের পর সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামি উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী গ্রামের বশির আহমদের ছেলে।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে গোপন সংবাদে অভিযান চালিয়ে জগন্নাথপুর থানার একদল পুলিশ জিআর ১৬২/১৩ মামলার ওয়ারেন্টের আসামি রাজু মিয়াকে পাটলী গ্রাম থেকে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারকৃত হত্যা মামলার আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।