দুপুর ১২:৫৫,   বুধবার,   ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জগন্নাথপুর পৌরসভার মেয়র মিজানুর রশীদ ভুঁইয়াকে গণ সংবর্ধনা

জগন্নাথপুর প্রতিনিধি :
জগন্নাথপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম ভবানীপুর গ্রামবাসীর উদ্যোগে আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘের আয়োজনে পৌরসভার নবনির্বাচিত মেয়র মিজানুর রশীদ ভুঁইয়াকে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে গন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অদর্শ সমাজ কল্যাণ যুব সংঘের উপদেষ্টা মোঃআব্দুল হাসিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ -সভাপতি সিদ্দিক আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মিজানুর রশীদ ভুঁইয়া, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃলুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা কৃষক লীগের আহবয়ক আফছর উদ্দিন ভুঁইয়া প্রমুখ।