সকাল ৭:৩১,   শুক্রবার,   ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুর পৌরসভায় উপ নির্বাচন ১০ অক্টোবর

জগন্নাথপুর প্রতিনিধি :
জগন্নাথপুর পৌরসভার উপ নির্বাচন আগামি ১০ অক্টোবর শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার ২১ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ২ এর অধিশাখার উপসচিব আতিয়ার রহমান সাক্ষরিত একপত্রে স্থগিত হওয়া জগন্নাথপুর পৌরসভাসহ দেশের ৫টি পৌরসভার উপনির্বাচনের তফশিল ঘোষনা করা হয়েছে। এসব তথ্য বাংলাদেশ নির্বাচন কমিশন এর ওয়েবসাইট থেকে জানা গেছে। তবে এবিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, আমি শুনেছি আগামি ১০ অক্টোবর জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচন। তবে লিখিত কোন কিছু এখনও পাইনি।
প্রসঙ্গত, জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মনাফের মৃত্যুতে নির্বাচন কমিশন গত ফেরুয়ারি মাসে জগন্নাথপুর পৌরসভার উপ নির্বাচনসহ তফশিল ঘোষনা করে ২৯ মার্চ ভোটগ্রহনের সিদ্ধান্ত হয়। নির্বাচনের সকল প্রস্তুতির পর ২১ মার্চ করেনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশনার জগন্নাথপুরসহ ৫টি পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষনা করে।