বিকাল ৪:৫১,   মঙ্গলবার,   ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুর পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ

স্টাফ রিপোর্টার :
আসন্ন জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হয়েছে।
সোমবার সকালে জেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচনী কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার এ প্রতীক বরাদ্দ করেন।
বরাদ্দকৃত প্রতীকের মধ্যে, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়াকে (নৌকা), বিএনপির দলীয় মনোনীত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসি বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমদকে (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সদ্য প্রয়াত মেয়র আব্দুল মনাফের ছেলে আবুল হোসেন সেলিম (জগ) এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আবিবুল বারি আয়হানকে (মোবাইল সেট) প্রতীক বরাদ্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা নিবার্চনী কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, জগন্নাথপুর পৌরসভার মেয়র পদের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ করা হয়েছে। তারা আজ থেকে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।
উল্লেখ্য, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফের মৃত্যুর পর থেকেই মেয়র পদটি শুন্য হয়ে যায়। এ পদে আগামী ২৯ মার্চ ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।