সকাল ৭:৩১,   শুক্রবার,   ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুর পৌরসভা ও সলুকাবাদ ইউপি’র উপ-নির্বাচন স্থগিত

স্টাফ রিপোর্টার :
আগামী ২৯ মার্চ সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন ও বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা থাকলে করোনাভাইরাসের কারণে ভোটগ্রহন স্থগিত ঘোষনা করে নির্বাচন কমিশন।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে কমিশন সভায় এ সিদ্ধান্তের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
জগন্নাথপুর পৌরসভা মেয়র পদে ও সালুকাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য জগন্নাথপুর পৌরসভা ও বিশ্বম্ভরপুর উপজেলার সালুকাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, জগন্নাথপুরের মেয়র আব্দুল মনাফ ও সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের রওশন আলীর মৃত্যুতে এ দুইটি পদ শুন্য ঘোষনা করে নির্বাচন কমিশন।